প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৫, ২:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:০২ পূর্বাহ্ণ
পেশাদারিত্ব ও জননিরাপত্তাকে অগ্রাধিকার দেয়ার নির্দেশ

বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- চুয়াডাঙ্গায় নবাগত পুলিশ সুপার হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি চুয়াডাঙ্গা জেলার ৩০তম পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। জেলায় পদার্পণের পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে তাঁকে স্বাগত জানান। গতকাল রোববার নবাগত পুলিশ সুপার পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এসময় তিনি জেলা পুলিশের বিভিন্ন স্তরের অফিসার ও ফোর্সের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর তিনি পুলিশ অফিস ও পুলিশ লাইন্সের বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন এবং চলমান প্রশাসনিক ও কার্যকরি কার্যক্রম সম্পর্কে সরেজমিনে খোঁজখবর নেন। পরিদর্শন শেষে জেলা পুলিশের কর্মকর্তাদের উদ্দেশে তিনি পেশাদারিত্ব, সততা ও জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। শুভেচ্ছাক্ষণে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. আনোয়ারুল কবীরসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, আরআই, টিআই এবং জেলা পুলিশের অন্যান্য পদমর্যাদার সদস্যরা। নবাগত পুলিশ সুপার মনিরুল ইসলামকে ঘিরে জেলা পুলিশের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]