
বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- ওসমানপুর এলাকার ইটভাটা শ্রমিকদের খোঁজখবর নিতে আজ সকাল থেকেই মাঠে নামেন চুয়াডাঙ্গা–০১ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। শ্রমজীবী মানুষের খোঁজে তাঁর এই মাঠপর্যায়ের গণসংযোগ এলাকাজুড়ে প্রশংসার জন্ম দিয়েছে। দিনের শুরুতেই তিনি শ্রমিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কর্মপরিবেশ, দৈনন্দিন সমস্যাবলী ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে কথা বলেন। শ্রমিকদের বাস্তব অভিজ্ঞতা জানতে তিনি আলাদাভাবে কয়েকটি ইটভাটা পরিদর্শন করেন। পরিদর্শনকৃত ইটভাটাগুলো হলো— শাহজাহান মিয়ার এস. প্লাস. এস. ভাটা গাফফার মিয়ার এ.জি.কে ভাটা ভোদুয়া জামজামির পান্না ভাটা শহীদুল ইসলামের জে.এম.বি ভাটা প্রতিটি ইটভাটায়ই শ্রমিকরা তাদের কর্মঘণ্টা, স্বাস্থ্যঝুঁকি, মজুরি ও মৌসুমি অনিশ্চয়তার কথা তুলে ধরেন। অ্যাডভোকেট রাসেল মনোযোগ সহকারে সেসব শুনে তাদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, “পরিশ্রমী শ্রমিকদের ঘামেই দেশ গড়ে ওঠে। তাদের অধিকার, নিরাপত্তা ও উন্নত জীবনযাত্রা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।” স্থানীয়দের মতে, শ্রমজীবী মানুষের কষ্ট, পরিশ্রম ও বাস্তব সমস্যাগুলো কাছ থেকে দেখার এই উদ্যোগ এলাকাবাসীর মাঝে ইতিবাচক বার্তা সৃষ্টি করেছে। শ্রমিকরাও একজন জনপ্রতিনিধি প্রার্থীকে তাদের কর্মস্থলে দেখে উৎসাহিত হন। মানবিক উদ্যোগ, শ্রমিকবান্ধব দৃষ্টিভঙ্গি এবং মাঠপর্যায়ে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ—সব মিলিয়ে ওসমানপুরে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের আজকের এ কার্যক্রম স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।



Discussion about this post