
গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুরে বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটে সড়ক দুর্ঘটনা হ্রাসের লক্ষ্যে নতুন ড্রাইভিং লাইসেন্স আবেদনকারীদের জন্য ৬০ ঘণ্টার বাধ্যতামূলক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বিআরটিএ এর আয়োজনে
বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট হলরুমে ইনস্টিটিউটের ম্যানেজার মুহাম্মদ মশিউজ্জামানের সভাপতিত্বে মাস্টার ইন্সট্রাক্টর সার্টিফিকেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ’র রোড সেফটি উইংয়ের পরিচালক শীতাংশু শেখর বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন বিআরটিএ ইঞ্জিনিয়ারিং উইং-এর পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর বিআরটিএ সার্কেলএর সহকারী পরিচালক ইঞ্জিঃ এস এম মাহফুজুর রহমান,
মোটরযান পরিদর্শক মোঃ নাসিরুল আরেফিন প্রমুখ। এসম বক্তারা বলেন, বাধ্যতামূলক এই প্রশিক্ষণ কার্যক্রম চালু হলে সড়কে দায়িত্বশীল চালক তৈরি হবে এবং দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা করছেন তারা



Discussion about this post