কোনাবাড়ি (গাজীপুর) প্রতিনিধি:- গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি আমবাগ এলাকায় আবারও একটি ঝুট গোডাউনে অগ্নি কাণ্ডের ঘটনা ঘঠেছে। সোমবার সকাল সাড়ে ৫ টার সময় মহানগরী কোনাবাড়ি আমরা পূর্বপাড়া এলাকায় পলাশ মিয়ার ঝুট গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় সোয়া এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায় আজ সকাল সাড়ে পাঁচটার সময় মহানগর কোনাবাড়ি আমরা পূর্বপাড়া এলাকায় একটি ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হলে পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থল এসে আগুন নিয়ন্ত্রণের কাজ করে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানাযাবে। এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫