প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ৮:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ১:৫৭ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের বর্ণিল উদ্বোধন উদ্বোধনী দিনে পৌর কলেজ ও নিউ মডেল ডিগ্রি কলেজের জয়

বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে—চুয়াডাঙ্গায় প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো প্রতিক্ষীত আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫। সোমবার সকাল ১১টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক শ্বেত কবুতর অবমুক্তির মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন।স্টেডিয়ামজুড়ে ছিল উৎসবের আমেজ—শত শত শিক্ষার্থী, খেলোয়াড়, শিক্ষক, ক্রীড়াবিদ ও দর্শকের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান হয়ে ওঠে এক মিলনমেলায়। জেলা প্রশাসক তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “যুবসমাজকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়াচর্চার বিকল্প নেই। আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট তরুণদের শারীরিক, মানসিক ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ ৮–১ গোলে পরাজিত করে জীবননগর ডিগ্রি কলেজকে। খেলার শুরু থেকেই পৌর কলেজের আক্রমণাত্মক ভঙ্গি দর্শকদের মুগ্ধ করে। টানা গোলের বন্যায় ম্যাচের নিয়ন্ত্রণ ছিল একচ্ছত্রভাবে বিজয়ী দলের দখলে।দ্বিতীয় ম্যাচে নাটকীয়তা জমে ওঠে বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজ ও আলমডাঙ্গা ডিগ্রি কলেজের মধ্যকার খেলায়। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে ম্যাচ গড়ায় টাই-ব্রেকারে। স্নায়ুচাপের লড়াইয়ে নিউ মডেল ডিগ্রি কলেজ ৪–৩ গোলে জয় ছিনিয়ে নেয়। আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা। আয়োজকরা আশা করছেন, পুরো টুর্নামেন্ট জুড়েই থাকবে এমন প্রাণবন্ত ও সুশৃঙ্খল পরিবেশ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]