
আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরে নবাগত পুলিশ সুপারের সাথে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপর ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ সুপার মুহাম্মদ আব্দুল ওয়াহাব বলেন, আমি সব সময় মনে করি কিভাবে সঠিক সময়ে মানুষের সেবা নিশ্চিত করা যায়। সরকার যে দায়িত্ব দিয়ে আমাকে পাঠিয়েছে তা যেন সঠিক ভাবে পালন করতে পারি। ‘জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনগণের জানমালের নিরাপত্তা বিধানের যে দায়িত্ব পুলিশের রয়েছে, তা পূরণে নাটোর জেলা পুলিশ বদ্ধপরিকর। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাদ ও নিরপেক্ষ করার জন্য জেলা প্রশাসন, র্যাব, সেনাবাহিনী, এনএসআই, ডিজিএফআই এবং অন্যান্য সংস্থার সাথে সমন্বয় রেখে ভোটাররা যেন র্নিবিগ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই লক্ষে কাজ করবো। এই লক্ষ্যে ইতিমধ্যে জেলা পুলিশের সকল কর্মকর্তা ও সদস্যদের নির্দেশনা দেয়া হয়েছে। অচিরেই জেলার চুরি-ছিনতাই, মাদক ও ট্রাফিক সমস্যার স্থায়ী সমাধানে কাজ শুরু করা হবে। নির্বচনকে ঘিরে কেউ গুজব ছড়িয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করতে না পারে সেজন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইফতে খায়ের আলম, নাটোর প্রেস ক্লাবের সভাপতি শহিদুল হক সরকার, সাধারন সম্পাদক কামরুল হাসান, নাটোর ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি নাসিম উদ্দিন, সহ-সভাপতি সুফি সান্টু, সাধারন সম্পাদক এসএম কামাল হোসেন, ইউনিক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, সিনিয়র সাংবাদিক নাজমুল হাসানসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার সাংবাদিকদের দেশের সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে তুলে ধরেন এবং দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষ সংবাদ প্রকাশের আহ্বান জানান এবং সকল পুলিশ কর্মকর্তা ও সদস্যদেরকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।



Discussion about this post