প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ৮:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৩:৪৭ অপরাহ্ণ
বিএনপি’র কোনো নেতাকর্মী ইট–বালু–সিমেন্টের ব্যবসা করতে পারবেনা: ডা. সালাউদ্দিন বাবু

স্টাফ রিপোর্টার: খায়রুল ইসলাম অভি, সাভার বিএনপি'র সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেছেন— “বিএনপির কোনো নেতাকর্মী ইট-বালু-সিমেন্টের ব্যবসা করতে পারবে না।” সোমবার বিকেলে সাভার পৌরসভার ইমান্দীপুর প্রাইমারি স্কুল মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বাবু বলেন, “কোনো বিএনপি'র নেতাকর্মী ইট–বালু–সিমেন্টের ব্যবসা করবে না। যে ব্যবসা করে আওয়ামী লীগ ও তাদের ছাত্রলীগ-যুবনেতারা লক্ষ–কোটি টাকা আয় করছে, সেই ব্যবসা করে আমাদের খাওয়ার দরকার নেই।” তিনি নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, “বিনয়ের সঙ্গে বলছি—এই ব্যবসার সঙ্গে যেন আমাদের কোনো ছেলেপেলে জড়িত না থাকে। যার বাড়ি, সে নিজের ইচ্ছামতো মাল কিনবে, ঘর বানাবে—সমস্যা কোথায়? আমাদের ভোটাররা এখানে স্থায়ীভাবে থাকে, তাদের সন্তানরা এখানে পড়ে। আমরা কেন তাদের জোর করে প্যারায় ফেলবো?” এসময় তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন, আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চান এবং সাভারের মানুষের সহযোগিতা কামনা করেন। সাভার পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ জনসভায় স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল। উপস্থিতদের মধ্যে ছিলেন খন্দকার শাহ্ মাইনুল হোসেন বিল্টু হাজী আঃ গফুর মিয়া, হাজী মোঃ গোলাম মোস্তফা মোঃ বদিউজ্জামান বদি, সাধারণ সম্পাদক, সাভার পৌর বিএনপি হাজী মোঃ আব্দুস সামাদ মোল্লা, সাবেক কাউন্সিলর মোঃ আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক, সাভার পৌর বিএনপি হাজী মোঃ ওমর আলী, সাধারণ সম্পাদক, সাভার পৌর ৭ নং ওয়ার্ড বিএনপি জনসভায় মূল বক্তব্য ছাড়াও স্থানীয় নেতারা বিএনপির নির্বাচন প্রস্তুতি, সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক প্রচারণার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]