
বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকেঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা প্রশাসনে নতুন গতি ও আধুনিক কর্মপদ্ধতির প্রত্যাশা নিয়ে আগামী ৪ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিস পান্না আকতার। প্রশাসন ক্যাডারের একজন দক্ষ, কর্মঠ ও উন্নয়নমুখী কর্মকর্তা হিসেবে পরিচিত তিনি। তার আগমনকে কেন্দ্র করে আলমডাঙ্গা জুড়ে ইতোমধ্যেই তৈরি হয়েছে ইতিবাচক আলোচনার স্রোত।
তৃণমূল জনগোষ্ঠীর কাছে সরকারি সেবা আরও সহজ ও গতিশীল করার জন্য পরিচিত মিস পান্না আকতার দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই মাঠ প্রশাসনকে অধিকতর সক্রিয় ও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেছেন। বিশেষ করে ডিজিটাল সেবা, শিক্ষা উন্নয়ন, নারী ও শিশুবান্ধব পরিবেশ সৃষ্টি, এবং স্বচ্ছ প্রশাসনিক সংস্কৃতিকে অগ্রাধিকার দেবেন বলেও জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে।
আলমডাঙ্গা একটি ঐতিহ্যবাহী, কৃষি-সমৃদ্ধ ও সম্ভাবনাময় উপজেলা। চলমান উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি এবং দুর্নীতি দমন বিষয়ে আরও শক্তিশালী ভূমিকা রাখবে নতুন প্রশাসনিক নেতৃত্ব—এমন আশা দায়িত্বশীল মহলের।
উপজেলা পরিষদ, জনপ্রতিনিধি, শিক্ষক সমাজ, সাংবাদিক এবং সাধারণ জনগণের মধ্যে তার দায়িত্ব গ্রহণকে ঘিরে রয়েছে ব্যাপক উৎসাহ। তারা মনে করছেন, একজন তরুণ, উদ্যমী ও নিষ্ঠাবান ইউএনও আলমডাঙ্গার প্রশাসনিক অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করবেন।
মিস পান্না আকতার বিভিন্ন ভূমিকা পালনে কর্মঠ ও সৎ কর্মকর্তা হিসেবে প্রশংসিত। মাঠ পর্যায়ে সরকারি নির্দেশনা দ্রুত বাস্তবায়ন, সেবাগ্রহীতার সমস্যা তাৎক্ষণিক সমাধান, দুর্যোগ ব্যবস্থাপনায় দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন—এসব ক্ষেত্রেই রয়েছে তার সুস্পষ্ট পরিচিতি।
উপজেলাবাসী মনে করছেন, তার নেতৃত্বে স্বচ্ছতা, জবাবদিহি, সুশাসন ও উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে। বিশেষ করে সামাজিক সমস্যা মোকাবিলা, ইভটিজিং প্রতিরোধ, মাদকবিরোধী অভিযান ও সাধারণ মানুষের অভিযোগ ব্যবস্থাপনায় তিনি ভিন্নধর্মী যোগ্যতার প্রকাশ ঘটাবেন—এমন বিশ্বাস স্থানীয়দের।
আগামী ৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনে সূচিত হবে নতুন অধ্যায়ের—এমনটাই আশা করছেন সবাই।



Discussion about this post