
বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে: আলমডাঙ্গার বাড়াদি এলাকায় জৈব সার উৎপাদনে ভয়াবহ অনিয়মের অভিযোগে দুই কারখানা মালিককে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (১ডিসেম্বর) উপজেলা নির্বাহী অফিসারের (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসুর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দেখা যায়—কারখানাগুলোতে জৈব সার উৎপাদনে বিভিন্ন নিয়ম অমান্য করে নিম্নমানের সার তৈরি করা হচ্ছে এবং তা ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে প্যাকেজিং ও বিপণনের চেষ্টা চলছে। এসব অনিয়মের কারণে বাড়াদি এলাকার হাফিজুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান এবং ইদ্রিস আলীর ছেলে রকিবুল ইসলামকে ৮ হাজার টাকা করে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। কারখানায় ব্যবহৃত কাঁচামাল, প্যাকেজিং প্রক্রিয়া ও প্রস্তুত সারের মান যাচাই করে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করে। এ সময় সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু জানান, কৃষকদের স্বার্থ রক্ষায় নিম্নমানের সার উৎপাদন ও ভেজাল সার বিপণনের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান চলবে। কৃষি খাতে ভেজাল সার মারাত্মক ক্ষতির কারণ বলে তিনি উল্লেখ করেন।
স্থানীয় কৃষক ও সচেতনরা ভ্রাম্যমাণ আদালতের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন নিয়মিত তদারকি থাকলে বাজারে ভেজাল ও নিম্নমানের সারের প্রবেশ কমে যাবে, উপকৃত হবে কৃষি খাত।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে অনুমোদনবিহীন কারখানা, মানহীন সার উৎপাদন ও সঠিক লেবেলিং না থাকলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।



Discussion about this post