
বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা)প্রতিনিধি:- আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চুয়াডাঙ্গা শাখার উদ্যোগে জেলা সদরের আলুকদিয়ায় প্রকাশ্যে কৃষি বিনিয়োগ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো: রাফাত উল্লা খান ২০১ জন কৃষকের মাঝে মোট দুই কোটি ৫৩ লাখ টাকা কৃষি বিনিয়োগ বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এস এম আবু জাফর, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম আমজাদ হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সোলায়মান আল রাজী, সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শেখ আসাদুল হক, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো: মাসুদুর রহমান সরকার, চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা: জেসমিন আরা খাতুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক মু: শরিফুল ইসলাম।



Discussion about this post