নিজস্ব প্রতিবেদক:- বাউল শিল্পী আবুল সরকার আল্লাহ তায়ালা সম্পর্কে ‘বাজে মন্তব্য’ করায় তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। মঙলবার সকাল ১১ টায় কাজী আজিমউদ্দিন কলেজ ক্যাম্পাস থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। প্রতিবাদকারীরা এসময় আবুল সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং তাঁর ‘অবমাননাকর মন্তব্যের’ সর্বোচ্চ শাস্তি দাবি করেন। বক্তব্যে বলেন, একজন শিল্পী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার মতো বক্তব্য কখনোই গ্রহণযোগ্য নয়। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। সমাবেশে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীরা সরকারের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫