
নিজস্ব প্রতিবেদক :- গাজীপুরকে অপরাধমুক্ত জেলা গড়ে তুলতে মাদক, জুয়া, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা দিলেন নবাগত পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন। দায়িত্ব গ্রহণের পরদিন ১ ডিসেম্বর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের জানান, গাজীপুরকে একটি নিরাপদ জেলা হিসেবে গড়ে তুলতে কোনো প্রকার অপরাধী চক্রকে ছাড় দেওয়া হবে না। গত ৩০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন এবং পরদিনই জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বচ্ছ দৃষ্টিভঙ্গি তুলে ধরে গণমাধ্যমের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
তিনি ঘোষণা করেন— মাদক, জুয়া, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে, পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বে দায়িত্ব পালন করবে, আইনি সীমাবদ্ধতা না থাকলে সাংবাদিকদের তথ্য সরবরাহ করা হবে, তথ্যের অপব্যবহারের বিপদ সম্পর্কে সাংবাদিকদের সচেতন থাকার আহ্বান জানান, পাশাপাশি সমাজের সকলকে অপরাধ দমনে এগিয়ে আসার অনুরোধ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু খায়ের, খন্দকার আশফাকুজ্জামান বিপিএম, মোহাম্মদ মোজাম্মেল হোসেন, আমিনুল ইসলাম, মাহবুবুর রহমান (ট্রাফিক)সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সাংবাদিকরা আসন্ন জাতীয় নির্বাচন, মাদক পরিস্থিতির অবনতি, স্থানীয় অপরাধচক্রের নড়াচড়া ইত্যাদি গুরুত্বপূর্ণ ইস্যু উপস্থাপন করলে এসপি মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
বরিশালের সাবেক পুলিশ সুপার, ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা শরিফ উদ্দীন ২০০৬ সালের ২১ আগস্ট বাহিনীতে যোগ দেন। পিবিআই নাটোরসহ বিভিন্ন দায়িত্বে সফলতার নজির রেখে তিনি গাজীপুরে যোগ দিয়েছেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (কৃষি) ও এমএসসি (এগ্রো ফরেস্ট্রি) ডিগ্রিধারী এই দক্ষ কর্মকর্তা মনে করেন—ঘনবসতিপূর্ণ শিল্পাঞ্চল হওয়ায় গাজীপুরে অপরাধ নিয়ন্ত্রণ একটি বড় চ্যালেঞ্জ; তবে জিরো টলারেন্স ও গণমাধ্যমের সহযোগিতায় গাজীপুরকে একটি নিরাপদ, অপরাধমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।



Discussion about this post