
বশিরুল আলম আলমডাঙ্গা চুয়াডাঙ্গা থেকে:- চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫’ বাস্তবায়ন বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি। চলমান কৃষি উৎপাদনব্যবস্থা আরও আধুনিক, সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক করতে সরকারের প্রণীত নীতিমালা কীভাবে মাঠপর্যায়ে কার্যকর হবে— সে বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরেন বক্তারা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আশিষ কুমার বসু। তিনি বলেন, “কৃষিই আমাদের সমৃদ্ধির চাবিকাঠি। তাই সার বিতরণে স্বচ্ছতা, সঠিকতা ও সময়মতো সরবরাহ নিশ্চিত করতে প্রত্যেক ডিলারকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।” উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন পলাশ তার বক্তব্যে নীতিমালার মূল প্রজ্ঞাপন, ডিলার নিয়োগের মানদণ্ড, ভোক্তা পর্যায়ে সঠিক মূল্যে সার পৌঁছানো এবং ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থার বিষয়সমূহ বিস্তারিত ব্যাখ্যা করেন। তিনি বলেন, নীতিমালার প্রতিটি ধারা কৃষকের স্বার্থ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর সুশৃঙ্খল বাস্তবায়ন উৎপাদন বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে। উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল ইসলাম সার ব্যবস্থাপনার পাশাপাশি পশুখাদ্য উৎপাদন, জীবিকায়ন ও সমন্বিত কৃষি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সার ডিলার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। তাঁরা মাঠপর্যায়ে নীতিমালার বাস্তবায়ন নিয়ে মতামত ও প্রস্তাবনা উপস্থাপন করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন, সার বিতরণে অতীতের মতো অনিয়ম বা ভোগান্তি যাতে না ঘটে সে বিষয়ে সবাই একযোগে কাজ করবেন। কৃষকের কাছে সঠিক সময়ে এবং যথাযথ মূল্যে সার পৌঁছে দেওয়া হবে— এ অঙ্গীকার ব্যক্ত করেন ডিলারদের প্রতিনিধিরা। স্থানীয় কৃষি উন্নয়ন ত্বরান্বিত করতে সরকারের এই নীতিমালা কার্যকর ভূমিকা রাখবে— এমন প্রত্যাশায় শেষ হয় অবহিতকরণ সভা।



Discussion about this post