নিজস্ব প্রতিবেদক :- জাতীয়তাবাদী দল (বিএনপি'র)ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর ১ আসনের বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী কাজী সাইয়েদুল আলম বাবুল বলেছেন এদেশের মানুষের এখন একটাই মাত্র চাওয়া; দেশনেত্রী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেনো মানুষের খেদমতের জন্য দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে দ্রুত ফিরে আসতে পারেন।এসময় তিনি বলেন আমাদের আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।সারা দেশের সর্বস্তরের মানুষ তার জন্য দোয়া করছেন।আজ এখানেও শতশত মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত হয়েছেন ।আলেম-ওলামাগণ উপস্থিত আছেন।এখানে সর্বস্তরের মানুষ এই দোয়ায় শরীক হয়েছেন। আজকের আয়োজনের একটি মাত্র উদ্দেশ্য আমরা আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করি তিনি যেনো দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসেন।এই মুহূর্তে তার সুস্থ হওয়া খুবই প্রয়োজন। দেশের ১৮ কোটি মানুষ তার অপেক্ষায় আছেন। শুধু মুসলিম নয় । হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ আমাদের নেত্রীর জন্য দোয়া করছেন। তিনি আপোষহীন ও একজন মহিয়সি নারী। যিনি মায়ের মমতায় দেশের মানুষকে আগলে রাখেন। দেশের এই সংকটময় মুহূর্তে ম্যাডামের সুস্থতা একান্ত কাম্য।
আজ সোমবার (১ ডিসেম্বর-২০২৫) সন্ধ্যায় গাজীপুর মহানগরের কোনাবাড়ীর আমবাগ তেঁতুল তলা মোড়ে কোনাবাড়ী মেট্রো থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়ার পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এসময় তিনি বলেন যতবার গণতন্ত্র হরণ করা হয়েছে। যতবার এদেশের মানুষ সংকটে পড়েছে। ততবার জিয়া পরিবার তথা খালেদা জিয়া মানুষের মুক্তির জন্য আন্দোলন করেছেন। মানুষের পাশে থেকেছেন। বাংলার গণমানুষের মুক্তির জন্য জেল-জুলুমের শিকার হয়েছেন।স্বৈরাচার সরকার তাকে নির্মম নির্যাতন করেছেন।স্লো পয়জনিং দিয়ে আমাদের নেত্রীকে মারার ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু মহান আল্লাহ আমাদের নেত্রীকে মানুষের খেদমত করার জন্য বাচিয়ে রেখেছেন।এসময় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে সহস্রাধিক নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি রবিউল আলম রবির সভাপতিত্বে এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন।
এসময় উপস্থিত ছিলেন কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইব্রাহীম মিয়াজী,১০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম আশরাফ, কোনাবাড়ী মেট্রো থানা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সবুজ, গাজীপুর মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক, কোনাবাড়ী মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকারিয়া সরকার হিমেল,১২ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়ারত হোসেন জিয়া, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার জালাল উদ্দিন,কোনাবাড়ী মেট্রো থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান হোসেন হৃদয়, গাজীপুর মহানগরের ১০ নং ওয়ার্ড ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউল করিম কন্ট্রাক্টর, কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন হোসেন, কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান রুবেল,৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন,কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মাসুদ আহমেদ রানা, কোনাবাড়ী মেট্রো থানা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার মোড়ল রুবেল, ১০ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সোলায়মান মিয়া, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, এ্যাড. শাহাদাত হোসেন,৯ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, বিএনপি নেতা কামরুল হাসান সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।