
বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকেঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা–২০২৫ বাস্তবায়ন শীর্ষক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু।
সভায় নতুন নীতিমালার গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরা হয়। জানানো হয়— একজন ব্যক্তির নামে একাধিক সার ডিলারশিপ আর থাকবে না।
কোনো ডিলার মৃত্যুবরণ করলে তাঁর স্ত্রী বা সন্তান ডিলারশিপ গ্রহণের অগ্রাধিকার পাবেন। আলমডাঙ্গা উপজেলায় প্রায় ১০–১২ জন নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে।
ডিলার নিয়োগের ক্ষেত্রে জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করে স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন করা হবে।
নীতি বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কৃষকদের কাছে সঠিক সময়ে মানসম্মত সার পৌঁছে দিতে প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ—এমন বার্তাও সভায় উঠে আসে।
অবহিতকরণ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদুল হক, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি তবারক হোসেন, উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন পলাশ,ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান আসাদুল হক মিকা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান ওল্টু, উপজেলা জামায়াতের আমির মো. শফিউল আলম বকুল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, সার ডিলার হাজী রফিকুল ইসলাম, হাজী হারুনার রশিদ, হাজী আব্দুল বারী, হাজী জনিরুদ্দিন, মো. আসিফ আল নূর, মো. দেলোয়ার হোসেন, শেখ আব্দুল জব্বার প্রমুখ।
সভায় অংশগ্রহণকারীরা নীতিমালার সঠিক প্রয়োগের মাধ্যমে কৃষকদের স্বার্থরক্ষা, সার সরবরাহে অনিয়ম প্রতিরোধ এবং ডিলার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান।



Discussion about this post