
শফিকুল ইসলাম, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:- গাজীপুরের টঙ্গীতে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানা তাঁতীদলের উদ্যোগে ৪৮ নম্বর ওয়ার্ডের জহির মার্কেট এলাকায় এই দোয়া ও তবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর–৬ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিন। তিনি বলেন, “অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এখন দেশের গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা। আমরা সবাই তাঁর সুস্থতার জন্য দোয়া করছি।” তাঁতীদলের সভাপতি মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. নিজাম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ৪৮ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মো. জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নাসির মৃধা, টঙ্গী পূর্ব থানা বিএনপির সহসভাপতি সাইফুল মোল্লা, সহসাংগঠনিক সম্পাদক মিরাজ মিয়া, গাজীপুর মহানগর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আলফাজ দেওয়ান, শাহজালাল ও স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজীবুর রানা। এ ছাড়া টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক লিটন মৃধা, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক মানবাধিকার সম্পাদক আলামিন শুভ, সুমন মিয়াসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন। শেষে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং তবারক বিতরণ করা হয়।



Discussion about this post