
স্টাফ রিপোর্টার গাজীপুরঃ সারা দেশের নেয় গাজীপুরেও স্কুলিং মডেল বাতিল করে ঢাকার সরকারি সাত কলেজের স্বতন্ত্র কাঠামো অক্ষুন্ন রেখে প্রস্তাবিত ঢাকা সেন্টাল ইউনিভার্সিটির একাডেমিক থেকে প্রশাসনিক সর্বস্তরের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করে অধ্যাদেশ জারি এবং উচ্চশিক্ষার বাণিজ্যিকরণ রোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েসন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ইউনিটের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনে শিক্ষকরা বলেন, প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্কুল মডেল বাদ দিয়ে অধিভুক্ত সাত কলেজ রেখে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করার দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সানোয়ারা সুলতানা, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ শওকত আলী, বিভাগীয় বাংলা প্রদানের প্রফেসর অসীম কুমার বর্মনসহ অন্যান্য প্রফেসরগণ।



Discussion about this post