
বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকেঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর বাজার এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় লাইসেন্স নবায়ন না থাকা এবং প্যাকেটে খাদ্যপণ্যের প্রয়োজনীয় তথ্য না দেওয়ায় মেসার্স রাকিব ফুডকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটিকে দ্রুত ত্রুটি সংশোধনের নির্দেশও দেওয়া হয়েছে।
আজ বুধবার (৩ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম। অভিযান সুত্রে জানা যায়, মেসার্স রাকিব ফুড নামের প্রতিষ্ঠানটির লাইসেন্স নবায়ন করা ছিল না এবং তাদের প্যাকেটজাত খাদ্যপণ্যে উৎপাদন তারিখ, মেয়াদোত্তীর্ণ তারিখ, উপাদান, ওজনসহ ভোক্তার জন্য প্রয়োজনীয় তথ্য উল্লেখ ছিল না। এসব অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির মালিক মো. মিজানুর রহমানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানের পণ্যসমূহ নিয়ম অনুযায়ী প্যাকেটজাত করার নির্দেশ দেওয়া হয়। সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান, ভোক্তাদের অধিকার সুরক্ষায় নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। ব্যবসায়ীরা যেন আইন মেনে পণ্য বিক্রি করেন এবং জনগণ প্রতারিত না হয় এটাই আমাদের মূল লক্ষ্য। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।



Discussion about this post