
বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:- আবেগ, প্রতিযোগিতা আর দর্শকদের উচ্ছ্বাসে ভরা পরিবেশে সম্পন্ন হলো আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর মর্যাদাপূর্ণ ফাইনাল। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই ফাইনালে চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ ৬-০ গোলের বিশাল ব্যবধানে চুয়াডাঙ্গা সরকারি কলেজকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পরে নেয়। দুর্দান্ত পারফরম্যান্সে পুরো ম্যাচজুড়ে প্রতিপক্ষকে চাপে রেখে পৌর ডিগ্রি কলেজের খেলোয়াড়েরা মাঠ কাঁপিয়ে দেয়। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলার ধারায় এগিয়ে যায় চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ। বল দখল, পাসিং, আক্রমণ—সবক্ষেত্রেই তারা আধিপত্য বিস্তার করে। প্রথমার্ধে গোলের দেখা পেলেও দ্বিতীয়ার্ধে তারা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ফাইনালে পৌর ডিগ্রি কলেজের হয়ে সর্বোচ্চ ৪ গোল করে দলের জয়ের নায়ক হয়ে ওঠেন জীবন। তাঁর দুর্দান্ত গতিময় খেলা ও নিখুঁত ফিনিশিংয়ে দর্শকরা বারবার মুগ্ধ হন।এ ছাড়া নছরুল করেন ১টি গোল এবং খালিদুর রহমান আরেকটি গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অন্যদিকে, চুয়াডাঙ্গা সরকারি কলেজও একাধিকবার গোল করার সুযোগ তৈরি করেছিল। তবে ফিনিশিংয়ের ঘাটতি আর কিছুটা দুর্ভাগ্য তাদের রুখে দেয়। ফলে গোলশূন্যভাবেই মাঠ ছাড়তে হয় সরকারি কলেজকে। ৬-০ গোলের বড় জয়ে চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে। অন্যদিকে, চুয়াডাঙ্গা সরকারি কলেজ রানার্সআপ হওয়ার মর্যাদা পায়। ফাইনালের এই দারুণ প্রতিযোগিতা শুধু ফুটবলপ্রেমীদের আনন্দই দেয়নি, বরং তরুণ খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ ক্রীড়াজীবনের পথও আরও উজ্জ্বল করে তুলেছে। টুর্নামেন্ট শেষে বিজয়ী দল ও খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেওয়া হয়, আর মাঠজুড়ে তখন উৎসবের আবহ।



Discussion about this post