
আল আমিন, নাটোর প্রতিনিধি :- সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় নাটোরে সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিসে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বাদ আছর জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি নাটোর জেলা কমিটির আয়োজনে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগের দায়িত্ব প্রাপ্ত সহ সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান নয়ন, নাটোর জেলা জিয়া পরিষদের সভাপতি আহমুদুল হক চৌধুরি স্বপন, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম চঞ্চল, জিয়া পরিষদ সোনালী পিএলসি নাটোর জেলা কমিটির সভাপতি নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর সেলিম,সোনালি ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস নাটোর এর ডিজিএম ইনচার্জ মোঃ আহসান রেজা, এজিএম গৌতম কুমার দাস সহ সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস নাটোর এর আওতধীন ১৩ টি শাখার শাখার প্রধান ম্যানেজার সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারি বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেন দূত সুস্থ হয়ে জনগনের মাঝে ফিরে আসতে পারে এবং তার সুস্থতা কামনা ও দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।



Discussion about this post