
নিজস্ব প্রতিবেক:- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), গাজীপুর এবং সহকারী কমিশনার (ভূমি), গাজীপুর সদর অফিসের যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে উন্মুক্ত গণশুনানি অনুষ্ঠিত হয়। ভূমি সেবার মানোন্নয়ন, অনিয়ম প্রতিরোধ ও জনগণের সমস্যা-সমাধান নিশ্চিত করার লক্ষ্যে সনাক সভাপতি যোবেদা আখতার এর সভাপতিত্বে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এলএ) মো: সোহেল রানা এবং সহকারী কমিশনার (ভূমি) মো: মঈন খান এলিস এর উপস্থিতিতে আয়োজিত এ গণশুনানিতে গাজীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকার সেবাপ্রার্থী, গণমাধ্যম কর্মী, সনাক, এসিজি ও ইয়েস সদস্য এবং স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। এসময় সেবা গ্রহীতা হিসেবে ভূমি সেবার অভিজ্ঞতা বিনিময় করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও রাষ্ট্রদূত মো: ইকবাল।
গণশুনানিতে উপস্থিত সেবাপ্রার্থীগণ সড়ক বিভাগের সাথে ব্যক্তি মালিকানা সম্পত্তির সীমানা নির্ধারণ, বন বিভাগের সাথে ব্যক্তি মালিকানা সম্পত্তির মালিকানা নির্ধারণ, নামজারি, খাজনা পরিশোধ, ভূমির শ্রেণী সংশোধন, স্বল্প সময়ে সেবা প্রদান, অতিরিক্ত অর্থ আদায় প্রতিরোধ, ভূমি অফিসে নারীবান্ধব সেবা (ওয়াশরুম) নিশ্চিত করা, ভূমি সেবা সম্পর্কিত সকল তথ্য অনলাইনে সহজলভ্য করা এবং উপজেলা ভূমি অফিসে অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি প্রক্রিয়া আরও সহজ করার বিষয়ে তাঁদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।
সহকারী কমিশনার (ভূমি) গণশুনানিতে উপস্থিত সকলের প্রশ্ন ও মতামত মনোযোগ সহকারে শোনেন এবং তাৎক্ষণিক সমাধানযোগ্য বেশকিছু সমস্যা তাতক্ষণিকভাবেই সমাধান করেন। পাশাপাশি ভূমি সেবা গ্রহণের ক্ষেত্রে অনলাইন পক্রিয়ার চলমান চ্যালেঞ্জগুলো তুলে ধরের। তাঁর বক্তব্যে বলেন,“ভূমি সেবাকে আরো স্বচ্ছ, দ্রুত এবং জনবান্ধব করতে গণশুনানি অত্যন্ত কার্যকর একটি প্ল্যাটফর্ম। এর ধরনের কর্মসূচির মাধ্যমে সেবাদাতা ও সেবাগ্রহীতাগণের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরী হয়। তিনি আজকের গণশুনানি থেকে পাওয়া পরামর্শ ও অভিযোগসমূহ যথাযথভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি প্রদান করেন এবং গাজীপুর সদর উপজেলা ভূমি অফিসের সেবা খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার করেন।
টিআইবি এরিয়া কোঅর্ডিনেটর আবুল ফজল মোহাম্মদ আহাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত গণশুনানিতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সনাক সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ শেকানুল ইসলাম শাহী, সনাক ভূমি বিষয়ক উপ-কমিটিরি আহ্বায়াক মো: হাসান আলী, , সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের কাননুনগো মো: আনোয়ারুল ইসলাম প্রমূখ। এসময় ভূমি অফিসের অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্তিত ছিলেন। উপস্থিত সেবা গ্রহীতাগণ সহকারী কমিশনারের উপস্থিতিতে মাঝে মাঝেই এধরনের গণশুনানি আয়োজনের দাবি জানান এবং সনাক-টিআইবি ও সহকারী কমিশনার (ভূমি) এর উদ্যোগের প্রশংসা করেন।



Discussion about this post