
বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকেঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা অঞ্চলে আবারও আনন্দের স্রোত। এলাকার কৃতি সন্তান ও সকলের প্রিয় মুখ ডা. আব্দুস সালাম সম্প্রতি সহযোগী অধ্যাপক (এনেস্থেসিয়া) পদে পদোন্নতি লাভ করেছেন। তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো এলাকার জন্যও এক গর্বের অধ্যায়।শান্ত, বিনয়ী ও মানবিক ব্যবহারের জন্য দীর্ঘদিন ধরে আলমডাঙ্গা–চুয়াডাঙ্গা অঞ্চলে ডা. আব্দুস সালাম স্যার পরিচিত এক অনুকরণীয় ব্যক্তিত্ব। কর্মজীবনের শুরু থেকেই তিনি চিকিৎসা নীতির প্রতি অটল, রোগীর প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি ও দায়িত্বশীলতার কারণে সহকর্মীদের আস্থা অর্জন করেছেন। বিশেষত এনেস্থেসিয়া বিষয়ে সুদক্ষ দক্ষতা, আধুনিক চিকিৎসা পদ্ধতি প্রয়োগে তাঁর আগ্রহ ও নিষ্ঠা তাঁকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে।
সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে শুভেচ্ছার বন্যা বয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী, বন্ধু ও এলাকাবাসীদের পক্ষ থেকে অভিনন্দনের ঢল নেমেছে। সবাই বলছেন—এটি ডা.আব্দুস সালাম স্যারের দীর্ঘদিনের পরিশ্রম, ত্যাগ ও সততার স্বীকৃতি।
এলাকার মানুষ মনে করেন—তাঁর এই সাফল্য নতুন প্রজন্মকে উৎসাহিত করবে। বিশেষত যারা চিকিৎসা পেশায় আসতে চায়, তাঁদের কাছে তিনি এক প্রেরণার বাতিঘর। একজন চিকিৎসক হিসেবে নিজের প্রতি অর্পিত দায়িত্বকে তিনি সবসময়ই দেশসেবা হিসেবে দেখেন। ভবিষ্যতে চিকিৎসা খাতের উন্নয়ন এবং রোগীসেবার মান বাড়াতে আরও ইতিবাচক ভূমিকা রাখতে চান বলে তিনি জানিয়েছেন ঘনিষ্ঠ মহলে।এলাকাবাসীর পক্ষ থেকে বলা হচ্ছে—
“আমাদের কৃতি সন্তান ডা. আব্দুস সালাম এভাবে আরও অনেক দূর এগিয়ে যাবেন। তাঁর সাফল্যে আমরা গর্বিত, অনুপ্রাণিত।”



Discussion about this post