নিজস্ব প্রতিবেদক :: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ৮টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
বদলিকৃত পুলিশ কর্মকর্তাদের মধ্যে জিএমপি সদর থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসানকে টঙ্গী পূর্ব থানায়, টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. হারুন-অর-রশিদকে বাসন থানায়, কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামানকে গাছা থানায়, পূবাইল থানার অফিসার ইনচার্জ মো. খালিদ হাসানকে কাশিমপুর থানায়, বাসন থানার অফিসার ইনচার্জ মো. শাহীন খানকে টঙ্গী পশ্চিম থানায়, গাছা থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামকে সদর থানায়, ডিবি (উত্তর) বিভাগ মোহাম্মদ জালাল উদ্দীন মাহমুদকে কোনাবাড়ী থানায়, টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমানকে পূবাইল থানায়, টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. ওহিদুজ্জামানকে ডিবি উত্তর এবং কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. সালাহউদ্দিনকে ডিবি দক্ষিণে বদলি করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তাদের বিদ্যমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দ্রুততম সময়ে নতুন পদে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫