
বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া–ভালাইপুর সড়কের নগর বোয়ালিয়া কবরস্থান মোড়ে ঘটলো আরেকটি হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ হারান আজাদ (৫৫) নামের এক বাইসাইকেল আরোহী। নিহত আবুল কালাম আজাদ নগর বোয়ালিয়া গ্রামের মৃত দাউদ প্রামাণিকের ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রতিদিনের মতোই বাইসাইকেল চালিয়ে নিজের প্রয়োজনীয় কাজে বের হয়েছিলেন আজাদ। নগর বোয়ালিয়া কবরস্থান মোড়ে পৌঁছানোর পর দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর এলাকাবাসী দ্রুত পিকআপ ভ্যানটি আটক করতে সক্ষম হলেও চালকটি পালিয়ে যায়। হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। নিহতের পরিবার ও গ্রামবাসীদের মধ্যে দেখা দিয়েছে গভীর শোক ও ক্ষোভ। স্থানীয়দের দাবি, এই সড়কে দীর্ঘদিন ধরেই দ্রুতগতির যানবাহনের কারণে দুর্ঘটনা বেড়ে যাচ্ছে। পর্যাপ্ত স্পিডব্রেকার না থাকা, ট্রাফিক নজরদারির অভাব ও বেপরোয়া গাড়ি চালানোকে তারা প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন। এলাকাবাসীর একজন বলেন, “আমরা বহুবার সড়কে স্পিডব্রেকার ও ট্রাফিক ব্যবস্থার উন্নতির দাবি করেছি। কিন্তু বাস্তবায়ন না হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। আজাদের মৃত্যু আমাদের সবাইকে ভেঙে দিয়েছে।” দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পিকআপ ভ্যানটি জব্দ করে। পালিয়ে যাওয়া চালককে চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলেও জানা গেছে। আজাদের মৃত্যু পরিবারে নেমে এসেছে শোকের মাতম। প্রতিবেশী ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো নগর বোয়ালিয়া এলাকা। সড়কের এই বিপজ্জনক মোড়ে দ্রুত সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ ও দায়ী চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।



Discussion about this post