
মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধি:- চুয়াডাঙ্গার দর্শনার অন্যতম ভারী শিল্প প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী কেরু এন্ড কোম্পানি( বাংলাদেশ) লিমিটেডের ২০২৫-২৬ মাড়াই মৌসুমের (৮৮ তম) আনুষ্ঠানিক উদ্বোধন কেইন কেরিয়ারে আখ নিক্ষেপের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় মিলের কেইন কেরিয়ার প্রাঙ্গণে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিএসএফআইসির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মোঃ রশিদুল হাসানের সভাপতিত্বে দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আদিলুর রহমান খান, খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক পিপিএম, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন , চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম, সার্বিক আয়োজনে ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাব্বিক হাসান।পরে এক দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



Discussion about this post