
নিজস্ব প্রতিবেদক:- গাজীপুর মহানগরীর পূবাইলে এক যুবলীগ নেতার বিরুদ্ধে ৫ ই আগষ্টের পর রঙ পাল্টে বি এন পি নেতা হওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ওই যুবলীগ নেতার নাম হাবিবুর রহমান হাবিব, সে গাজীপুর মহানগরীর পূবাইলের ৪০ নং ওয়ার্ড চামুড্ডা এলাকার সিরাজউদ্দীন এর ছেলে। নাম প্রকাশে অনিচ্ছুক পূবাইলের একাধিক বি এন পি নেতা জানিয়েছে ৫ ই আগষ্টের আগে এই হাবিবুর রহমান হাবিব এলাকার আধিপত্য বিস্তার থেকে শুরু করে আওয়ামী যুব লীগের সক্রিয় কর্মী ছিলেন, এমন একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। অন্য আরো কিছু ছবিতে দেখা যাচ্ছে পূবাইলে বিএনপির হয়ে বিভিন্ন প্রোগ্রাম অংশগ্রহণ করছেন তিনি। এতে করে স্থানীয় ত্যাগী নেতাকর্মীদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, এ বিষয়ে ওই যুবলীগ নেতা হাবিবুর রহমান হাবিবকে মুঠো ফোনে ফোন দিলে তিনি সাংবাদিকদের জানান,আমি একটা মিটিং এ আছি পরে আপনাকে ফোন দিব বলে ফোন রেখে দেন।



Discussion about this post