
নিজস্ব প্রতিবেদক:- কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর ছাত্র ও যুব সমাবেশ ৫ডিসেম্বর শুক্রবার বিকালে কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপাসিয়া শাখার উদ্যোগে ছাত্র ও যুব সমাবেশের আয়োজন করা হয়। গাজীপুর ৪ কাপাসিয়া সংসদীয় আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ সালাউদ্দিন আয়ুবীর সমর্থনে এ সমাবেশের আয়োজন করা হয়। কাপাসিয়া উপজেলার জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফরহাদ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিগবা, আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস এস এম ফরহাদ, গাজীপুর জেলার নায়েবে আমির মাওলানা শেফাউল হক।



Discussion about this post