
বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- তারুণ্যের শক্তিকে জাতির উন্নয়নের প্রধান চালিকাশক্তি হিসেবে তুলে ধরতে এবং জনসম্পৃক্ততার মাধ্যমে সমাজের বিভ্রান্তিকর অপপ্রচার, গুজব, বাল্যবিবাহ, মানব পাচার, মাদক, ডেঙ্গু প্রতিরোধসহ নানা সামাজিক সমস্যার বিরুদ্ধে সচেতনতা বাড়াতে আলমডাঙ্গায় অনুষ্ঠিত হলো নারী সমাবেশ। শনিবার (০৬ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় আলমডাঙ্গার কুমারী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেলা তথ্য অফিস, চুয়াডাঙ্গা ও গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। নারী ও তরুণদের অংশগ্রহণে প্রাণবন্ত এই সমাবেশটি এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে। সমাবেশের প্রধান অতিথি ছিলেন গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকার উপপরিচালক (প্রশাসন) জনাব তারিক মোহাম্মদ। সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার জনাব শিল্পী মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাকসুরা জান্নাত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মোঃ জিয়াউল হক, ওয়েভ ফাউন্ডেশনের পোগ্রাম অফিসার কানিজ সুলতানা, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ বশিরুল আলম এবং কুমারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হান্নান প্রমুখ। সমাবেশের মূল বার্তায় তুলে ধরা হয়— অপপ্রচার ও গুজব প্রতিরোধে সচেতনতার গুরুত্ব ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগ বাল্যবিবাহ রোধে অভিভাবক ও সমাজের ভূমিকা মানব পাচার প্রতিরোধে সতর্কতা ও আইনগত সহযোগিতা মাদকমুক্ত প্রজন্ম গঠনে পরিবার-সমাজ-রাষ্ট্রের সমন্বিত ভূমিকা বৈষম্যহীন ও জবাবদিহিমূলক সমাজ গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,“তারুণ্যই দেশের প্রকৃত সম্পদ। মাদক, বাল্যবিবাহ, মানব পাচার ও গুজবের বিরুদ্ধে তরুণদের এগিয়ে আসতেই হবে। তথ্যভিত্তিক সমাজ গড়লে দেশের অগ্রযাত্রা আরও শক্তিশালী হবে।” সভাপতি শিল্পী মন্ডল বলেন, “নারীদের অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়নই টেকসই হতে পারে না। জনসচেতনতা ও জনসম্পৃক্ততার মাধ্যমেই উন্নত, সমৃদ্ধ ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়া সম্ভব।”সমাবেশে স্থানীয় নারীরা সামাজিক সমস্যা মোকাবিলায় ভবিষ্যৎ পরিকল্পনা, অভিজ্ঞতা ও প্রস্তাবনা তুলে ধরেন। মানবিক মূল্যবোধ জাগ্রত করা, পারিবারিক পরামর্শ বৃদ্ধি, তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং তরুণদের নেতৃত্বে সামাজিক স্বেচ্ছাসেবী কার্যক্রম জোরদারের আহ্বান জানানো হয়। নারী ও তরুণদের উপস্থিতি, উচ্ছ্বাস ও অংশগ্রহণ পুরো অনুষ্ঠানকে পরিণত করেছে সচেতনতার উদ্দীপনাময় এক মিলনমেলায়। তথ্য অধিদপ্তরের এ উদ্যোগ আলমডাঙ্গা থেকে শুরু করে সারাদেশে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।



Discussion about this post