
হানিফ পাঠান, গাজীপুর :- টঙ্গীতে লায়ন ক্লাব অব ঢাকা ডায়নামিক সিটির উদ্যোগে এবং ওয়ার্ল্ড লায়ন সার্ভিস মাস কমিটির চেয়ারম্যান ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সরকার জাবেদ আহমেদ সুমনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত বিনামূল্যে চিকিৎসা শিবির–২০২৫ শনিবার (৬ ডিসেম্বর) সকালেই সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত স্বাস্থ্যসেবা কার্যক্রম চলে আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে। এলাকার সর্বস্তরের মানুষ চিকিৎসা সেবার জন্য ভিড় করেন এবং বিনামূল্যে নানা ধরনের সেবা গ্রহণ করেন। চিকিৎসা শিবিরে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকরা নারী-পুরুষ নির্বিশেষে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় ঔষধ, রক্তের গ্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষা প্রদান করেন। সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় চক্ষু সেবায়। চক্ষু রোগীদের বিস্তারিত পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। ছানী রোগী নির্বাচন করে সম্পূর্ণ বিনামূল্যে ক্যাটারেক্ট অপারেশন, লেন্স প্রতিস্থাপন, এবং অপারেশনের পর ফ্রি খাবার ও কালো চশমা সরবরাহের উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ডাঃ নাজিম উদ্দিন আহমেদ, উপদেষ্টা, ওয়ার্ল্ড লায়ন সার্ভিস গনশেশো কেন্দ্র, ডাঃ নাজনিন আহমেদ শায়লা, সদস্য সচিব, ওয়ার্ল্ড লায়ন্স সার্ভিস মাস কমিটি ও পরিচালক, গণশেশো কেন্দ্র নাগর হাসপাতাল, সরকার জাবেদ আহমেদ সুমন, চেয়ারম্যান, ওয়ার্ল্ড লায়ন সার্ভিস মাস কমিটি এবং সভাপতি, টঙ্গী পূর্ব থানা বিএনপি অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেন মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি মানবতার মৌলিক অংশ। অসহায় ও নিম্নআয়ের মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসা পৌঁছে দিতে আমরা সবসময় আন্তরিকভাবে কাজ করি। এই চিকিৎসা শিবিরের মাধ্যমে অনেকেই চিকিৎসা, পরীক্ষা, ঔষধ এবং ছানী অপারেশনের মতো ব্যয়বহুল সেবা সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন যা তাদের সাধ্যের বাইরে ছিল। তিনি আরও বলেন চিকিৎসকবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতায় আজকের মানবিক কার্যক্রম সফল হয়েছে। জনগণের ভালোবাসাই আমাদের বড় শক্তি। ভবিষ্যতেও এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে। টঙ্গী এলাকাবাসীর জন্য এ বিনামূল্যে চিকিৎসা শিবির নিঃসন্দেহে একটি বড় মানবিক উদ্যোগ। বিশেষ করে ছানী অপারেশনের জন্য লেন্স প্রতিস্থাপন ও পরবর্তী সেবা সুবিধাবঞ্চিত মানুষের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। এ আয়োজনে সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্ব ও মানবিক প্রচেষ্টা এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়েছে। এসময় আরো উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ন আহ্বায়ক বেঞ্জির রহমান খান পিন্টু, গাজীপুর মহানগর যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক সিরাজুল ইসলাম সাথী, ৫৭ নং বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম মিন্টু, যুবদল নেতা সাঈদ বিন রিগান সহ স্থানীয় নেতৃবৃন্দ।



Discussion about this post