
মোঃ আনোয়ার হোসেন: বাংলাদেশ সংবাদপত্র কর্মচারি ফেডারেশনের ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে দ্বি-বার্ষিক জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ ডিসেম্বর) সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় এ সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা মো: মতিউর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দেশের সংবাদপত্র কর্মীদের বিভিন্ন দাবি ও ফেডারেশনের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয়। সভা পরিচালনা করেন ফেডারেশনের মহাসচিব মো: খায়রুল ইসলাম। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স-এর সভাপতি মো: আলমগীর হোসেন খান। এছাড়াও বক্তব্য রাখেন ডেইলি প্রেজেন্ট টাইমসের চীফ এডিটর ও বাংলাদেশ এডিটরস ফোরামের জেনারেল সেক্রেটারি মো: ওমর ফারুক জালাল।
সভায় আরো বক্তব্য রাখেন ফেডারেশনের সহ-সভাপতি হাবিবুর রহমান তালুকদার, প্রেস ফেডারেশনের উপদেষ্টা মোহাম্মদ আলী খান, প্রেস ফেডারেশনের মহাসচিব মশতাক আহমদ, বাংলাদেশ সংবাদপত্র কর্মচারি ফেডারেশন যুগ্ম-মহাসচিব তানভীর হোসেন ও জাহাঙ্গীর হোসেন, সংগ্রাম ইউনিটের সভাপতি হাবিবুল্লাহ হাবিব, ইত্তেফাক ইউনিটের সদস্য আমিনুল ইসলাম, ভোরের ডাক ইউনিটের সভাপতি আসাদুজ্জামান, দেবেন্দ্রনাথ মজুমদারসহ প্রমুখ।
বক্তারা বলেন, আগামী এক মাসের মধ্যে ফেডারেশনের ২০২৬-২০২৭ সালের সেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। একজন নির্বাচন কমিশনার, সদস্য সচিব ও সদস্যসহ নির্বাচন পরিচালনা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সভায় সর্বসম্মতিতে সিদ্ধান্ত হয় যে, আগামী দিনে যে কোন আন্দোলন ঘোষিত হলে সকলে জনশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে। সভা শেষে দেশ ও জাতি এবং ফেডারেশনের মৃত সদস্যদের জন্য দোয়া করা হয়। সকল পত্রিকার ইউনিট সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাধারণ সদস্যবৃন্দ এই সভায় উপস্থিত ছিলেন।



Discussion about this post