
নিজস্ব প্রতিবেদক:- গাজীপুরে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শ্রীপুর উপজেলার জৈনা বাজারের আরিফ মডেল একাডেমি প্রাঙ্গণে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক। পরিচালনা করেন গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রাসেল আহমেদ নীল। বক্তব্যে শ্রীপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. সারোওয়ার হোসেন শেখ বলেন, “খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন; তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। শিক্ষার অধিকার ও মানুষের মুক্তির সংগ্রামে তিনি যে ভূমিকা রেখেছেন তা অনস্বীকার্য। আজ তিনি গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন, তাঁর দ্রুত সুস্থতা কামনাই আমাদের সবার প্রার্থনা। পুরো বাংলাদেশ তাঁর আরোগ্যের জন্য প্রার্থনায় একত্রিত হয়েছে।” দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক মনি, সদস্য সচিব অ্যাডভোকেট দবীর আহমেদ, যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, ইসরাফিল মাস্টার, নাদিম মাহমুদ, মাহমুদুল হাসান রিপন, জসীম উদ্দিনসহ বিএনপি, যুবদল, কৃষকদল ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশের বিভিন্ন স্থানের মতো গাজীপুরেও এই দোয়া মাহফিল ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।



Discussion about this post