প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৫, ১১:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৫, ১:০৩ অপরাহ্ণ
শিল্পকে টিকিয়ে রাখতে বিনিয়োগ দরকার – শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান

আল আমিন, নাটোর প্রতিনিধি :- শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশীয় চিনি শিল্পকে টিকাতে হলে শুধু ভর্তুকি বা ফেইস সাপোর্ট নয়, নিয়মিত কার্যকর বিনিয়োগ দরকার, সেটা হতে পারে লোকাল বা বিদেশি উভয়ভাবে। তিনি বলেন, ভর্তুকি দিয়ে কোনো শিল্পকে দীর্ঘমেয়াদে বাঁচানো সম্ভব নয়। আজ শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) দুপুরে নাটোরের উত্তরা গণভবন এবং পরে নাটোর চিনিকল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, চিনি আমদানিকে বর্তমানে পুরোপুরি বন্ধ রাখা হয়েছে, যা দেশীয় চিনি ব্যবহার প্রসারে এক বড় উদ্যোগ। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “ ভবিষ্যতে চিনি শিল্পকে লাভজনক করতে যা যা গ্রহণ করার প্রয়োজন, সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। আমরা ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় যোগাযোগ শুরু করেছি, কাজ এগিয়ে নিচ্ছি।” তিনি আশা প্রকাশ করেন, সরকার বা পরবর্তী সরকারে “ভালো খবর” শোনার সুযোগ থাকবে। এ সময় তার সঙ্গে ছিলেন ন জেলা প্রশাসক আসমা শাহীন এবং জেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]