
বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাটুদহে গতকাল শনিবার হয়ে গেল বহুল প্রত্যাশিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি–র চিত্রায়ণ। বিকাল থেকেই স্থানীয় মানুষের পদচারণায় মুখর হয়ে উঠে নাটুদহ হাজারদুয়ারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ। কেয়া কসমেটিক্সের সৌজন্যে বাংলাদেশ টেলিভিশনে প্রচারের লক্ষ্যে অনুষ্ঠিত এই ইত্যাদি অনুষ্টানকে ঘিরে এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। বিকাল ৪টা থেকেই আমন্ত্রিত অতিথি ও স্থানীয় জনসাধারণ মাঠে আসতে থাকেন। ৫টার পর থেকে শুরু হয় দর্শকদের আসন গ্রহণ। নির্ধারিত সময় সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা থাকলেও নানা প্রস্তুতিজনিত কারণে অনুষ্ঠানটি শুরু হয় সন্ধ্যা ৭টায়। তবে সময়ের এই সামান্য বিলম্ব দর্শকদের উৎসাহে কোনো প্রভাব ফেলেনি। চারপাশে আলো, সুর আর প্রত্যাশার আবহে পুরো মাঠজুড়ে তৈরি হয় এক মনোমুগ্ধকর পরিবেশ। ১৯৮৯ সালে প্রথম বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হওয়ার পর থেকে ইত্যাদি দেশের মানুষের কাছে জনপ্রিয়তার শীর্ষে থাকা এক অনন্য ম্যাগাজিন অনুষ্ঠান। ধাপে ধাপে দেশের ৬৪টি জেলায় অনুষ্ঠানটি আয়োজনের পরিকল্পনার অংশ হিসেবে চুয়াডাঙ্গা এবার ৫৭তম জেলায় যুক্ত হলো। আর সেই ইতিহাসের সাক্ষী হলো নাটুদহবাসী। জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানটি যেন পেয়ে যায় নতুন মাত্রা। এবারের পর্বে ছিল দর্শকপর্ব, নৃত্য, নাটিকা, গানসহ নানান চমক। আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি নির্দিষ্ট চৌহদ্দির বাইরে থেকেও শত শত মানুষ দাঁড়িয়ে উপভোগ করেন এই বহুলপ্রিয় আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের, সহকারী কমিশনার এস এম আব্দুর রউফ শিবলু, আলাউদ্দিন আল আজাদ, আবদুল্লাহ আল নাঈমসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। স্থানীয়দের মতে, ইত্যাদি আয়োজন হওয়ায় নাটুদহের নাম দেশজুড়ে আরও একবার আলোচনায় উঠে আসবে। চুয়াডাঙ্গাবাসীর কাছে এটি এক স্মরণীয় সন্ধ্যা হয়ে থাকবে—যেখানে মিলেছিল বিনোদন, তারকা, ইতিহাস আর আনন্দের সমাহার।



Discussion about this post