
স্টাফ রিপোর্টারঃ চুয়াডাঙ্গা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সদর উপজেলার সাতভাই পুকুর এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করে ৮ ডিসেম্বর বিকালের দিকে। পরিচালিত অভিযানে নিত্য প্রয়োজনীয় পণ্যের গুদাম তদারকি করা হয়।
এ মেয়াদ উত্তীর্ণ খেজুর ও মানহীন ডাল বিক্রয়ে জন্য সংরক্ষণ করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ও ৪৫ ধারায় জনাব মো: শফিকুল ইসলাম এর মেসার্স আল মদীনা ট্রেডার্স কে ৫০’ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।
এসময় ওই প্রতিষ্ঠানের গুদাম হতে জব্দকৃত ৫০০ কেজি খেজুর ও ৩৭৫ কেজি ডাল জব্দ ও ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান।
সার্বিক সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য অফিসার জনা সজীব পাল, পৌর স্যানিটারী ইন্সপেক্টর জনাব নার্গিস জাহান, জেলা দোকান মালিক সমিতির আহবায়ক মন্জুরুল আলম মালিক ও সদস্য সচিব সুমন পারভেজ, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটা টীম।”



Discussion about this post