
আল আমিন, নাটোর প্রতিনিধি:- আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংড়া উপজেলা শাখার ৭ নং লালোর ইউনিয়নে মহিলা জামায়াতের উদ্যোগে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৮ ডিসেম্বর সোমবার বিকেলে দুই টায় উপজেলার লালোর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বারৈহাটি গ্রামে নির্বাচনী উঠান বৈঠকে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে অসংখ্য নারী অংশ করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ সিংড়া আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী প্রফেসর সাইদুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী সিংড়া উপজেলা শাখার আমীর আবম আমান উল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বলেন, “ইসলাম মেয়েদের সর্বোচ্চ সম্মান দিয়েছে। ইনশাআল্লাহ জামায়াত সরকার গঠন করলে মেয়েদের সর্বোচ্চ সম্মান দেওয়া হবে।”
প্রধান বক্তা হিসেবে উপজেলা আমীর তিনি নির্বাচনে দলের প্রার্থী প্রফেসর সাইদুর রহমানের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং নারীদের ভোটের গুরুত্ব তুলে ধরেন। উক্ত অনুষ্ঠানে জেলা সহকারি সেক্রেটারি মোছাঃ মাসুমা নাসরিন, জেলা কর্ম পরিষদ সদস্য মোছাঃ সাইফুন নাহার সানজু প্রমুখ।
উক্ত বৈঠকে বক্তারা নারী শিক্ষা, স্বাস্থ্যসেবা উন্নয়ন, পরিবার কল্যাণ কার্যক্রম এবং সামাজিক নিরাপত্তা জোরদারসহ বিভিন্ন ইস্যুতে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। স্থানীয় নারীরাও তাদের সমস্যা—সড়ক সংস্কার, বিশুদ্ধ পানির সংকট, বিদ্যালয়-সংক্রান্ত সমস্যা ও নারী নিরাপত্তার কথা গুলো তুলে ধরেন। অনুষ্ঠান শেষে উপস্থিত নারীদের মাঝে নির্বাচনী প্রচারপত্র বিতরণ করা হয়।



Discussion about this post