
নিজস্ব প্রতিবেদক :- বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুরের পূবাইলে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার রাতে গাজীপুর মহানগরীর ৪০ নম্বর ওয়ার্ডের মাজুখান দারুল আবরার রহমানিয়া মাদ্রাসার মাঠে এই দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলকে কেন্দ্র করে এলাকাজুড়ে সৃষ্টি হয় গম্ভীর ও আবেগঘন পরিবেশ।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপি সভাপতি ও গাজীপুর- ৫ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুন উর রশীদ, পূবাইল থানা বিএনপির সাবেক সদস্য সচিব ও গাজীপুর সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বিকি, ৪২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান উদ্দিন আহমেদ, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক প্রকৌশলী মজিবুর রহমান কাজল, পূবাইল থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক হাজী মনসুর আলী, যুগ্ম সম্পাদক রাকিব মোল্লা প্রমুখ। দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জিয়া পরিবারের সদস্যদের মঙ্গল কামনা করা হয় এবং তবারক বিতরণ করা হয়।



Discussion about this post