স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুরে বেপরোয়া গতির পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় অটোরিকশাচালক ও আরেক নারী যাত্রীসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী যাত্রীসহ অটোরিকশাচালকের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার মাওনা-কালিয়াকৈর সড়কে মানসুরাবাদ মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।তাৎক্ষণিকভাবে হতাহত কারো পরিচয় জানা যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানায়, মাওনা চৌরাস্তা থেকে একটি পিকআপ ভ্যান কালিয়াকৈর যাচ্ছিল। সেটি মানসুরাবাদ মোড় এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার এক নারী যাত্রী ঘটনাস্থলে নিহত হন। দুর্ঘটনায় অটোরিকশাচালক ও আরেক নারীসহ পাঁচজন আহত হন।
স্থানীয় বাসিন্দা আপেল মিয়া জানান, মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়া দুইটি যানেরই গতি ছিল বেপরোয়া। দুর্ঘটনার পর আশপাশের মানুষজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে অটোরিকশাচালক ও আরেক নারী যাত্রীর অবস্থা গুরুতর।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, ‘পিকআপ ভ্যান চালকের সহকারী শামসুল হককে আটক করা হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এখনো পর্যন্ত নিহত নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।’
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫