
আল আমিন, নাটোর প্রতিনিধি :- ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে নাটোরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং জেলা প্রশাসনের যৌথ আয়োজনে মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন। সভায় সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি এডভোকেট খগেন্দ্র নাথ রায় এবং স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান টুটুল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন এবং দুর্নীতি দমন কমিশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফখরুল আবেদীন হিমেল। সভায় বক্তারা বলেন, সকল প্রতিবন্ধকতা পেছনে ফেলে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ। দেশের এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে দুর্নীতি রোধ করতেই হবে। শুধু আর্থিক অনিয়মই নয়, দায়িত্বে অবহেলাও একটা দুর্নীতি। আমাদের সবাইকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এর আগে কালেক্টরেট ভবন চত্বরে জাতীয় ও দুর্নীতি বিরোধী পতাকা উত্তোলন করা হয়। পরে শিক্ষার্থী, বিএনসিসি, রোভার সদস্যসহ বিভিন্ন পেশাজীবীদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।



Discussion about this post