
নিজস্ব প্রতিবেদক:-গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলম হোসেন বলেছেন, সমাজে অপরাধ বা দুর্নীতির একটি চাহিদা রয়েছে। আমরা যদি এই চাহিদা কমাতে পারি, তবে সমাজ থেকে দুর্নীতি কমানো সম্ভব হবে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা’ এবং ‘দুর্নীতি দমন প্রতিরোধে করণীয়’ শীর্ষক এই আলোচনা সভাটি গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির যৌথভাবে আয়োজন করে গাজীপুর জেলা প্রশাসন এবং গাজীপুর জেলা সমন্বিত দুর্নীতি দমন কার্যালয়।
নৈতিকতা ও চাহিদার সম্পর্ক:
জেলা প্রশাসক তাঁর পিএইচডি অধ্যয়ণকালের স্মৃতিচারণ করে বলেন, বৃটেনের ব্রুকলিনে সমাজনীতি বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জনের সময় অপরাধ অর্থনীতি বিষয়ে পড়ার সুযোগ হয়েছিল। সেখানে বলা হয়েছে, সমাজে অপরাধ ও দুর্নীতির চাহিদা রয়েছে। এই চাহিদা কমানোর জন্য সকলকে কাজ করতে হবে।
“এটা নির্ভর করে মানুষের নৈতিকতার শিক্ষার উপরে। আমাদের ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক জীবনে নৈতিকতার চর্চা বাড়াতে হবে-বলেন তিনি”।
তিনি উদাহরণ দিয়ে বলেন, অনেকেই সন্তানের জন্ম তারিখের তথ্যে দুই বছর কমিয়ে দিতে চান-অর্থাৎ এখানেই একটি অপরাধ বা দুর্নীতির চাহিদা রয়েছে, যা সমাজে দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে।
জেলা প্রশাসক আরও বলেন, সরকারি অফিসগুলোতে দুর্নীতি বেশি হয় বলে একটি ধারণা প্রচলিত আছে। এখানে আর্থিকভাবে লাভবান হওয়া এবং দুর্নীতির ঝুঁকি বিবেচনায় নেওয়া-এসব ফ্যাক্টর কাজ করে। তবে তিনি জোর দেন যে, কোনো সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি হওয়ার পেছনে ‘উইন টু উইন’ (উভয় পক্ষ লাভবান হওয়া) বিষয়টি কাজ করে। এ কারণে সকলের নিজেদের নৈতিক অবস্থার উন্নতি ঘটানো জরুরি।
অন্যান্য অতিথিদের অভিমত:
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাহমুদ হাসান।
• গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার জাহিদ হোসেন ভূঁইয়া বলেন, “আমাদের নিজেদের বদলাতে হবে। নিজেরা যদি সঠিকভাবে কাজ করি, তাহলে সমাজে অপরাধ কমবে, দুর্নীতি কমে যাবে।”
• জেলা পুলিশ সুপার মোঃ শরীফ উদ্দিন বলেন, “আমরা নিজেরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করি এবং কোনো কাজটি করা উচিত, কোনটি উচিত নয়-এটা চিন্তা করে যদি কাজ করি, তাহলেও সমাজ থেকে দুর্নীতি রোধ করা সম্ভব।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন গাজীপুর আঞ্চলিক সমন্বিত কার্যালয়ের নাজমুল হোসেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন মো: মুনীর হোসাইন মোল্লা।
জবাবদিহিতা ও পারিবারিক শিক্ষা:
জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন বলেন, “আমাদের মনে রাখা উচিত আমরা যা করছি, তা দ্বারা অন্যের অধিকার ক্ষুণ্ন হচ্ছে কিনা। অন্যের অধিকার ক্ষুণ্ন করাও একটি দুর্নীতি।” তিনি উল্লেখ করেন যে, তিনি তাঁর কর্মক্ষেত্র জেলা প্রশাসনে সবসময় দুর্নীতির চাহিদা কমাতে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছেন ও ভবিষ্যতে এভাবে কাজ করে যাবেন।
তিনি পরিবার থেকে নৈতিকতার শিক্ষার চর্চা শুরুর ওপর গুরুত্বারোপ করেন। জেলা প্রশাসক আশা প্রকাশ করেন যে, সবাই যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করলেই হয়তো দেশ পুরোপুরি দুর্নীতিমুক্ত হবে না, তবে দুর্নীতি একটা সহনশীল পর্যায়ে থাকবে।
কর্মসূচীর সূচনা:
আলোচনা সভার আগে সকালে গাজীপুর জেলা সমন্বিত দুর্নীতি দমন কার্যালয়ের সামনে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে কর্মসূচীর সূচনা করা হয়। পরে একটি শোভাযাত্রাসহ রাজবাড়ী রোডে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে মানববন্ধন অনুষ্ঠিত হয়।



Discussion about this post