প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৫, ৩:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০২৫, ১:০৭ অপরাহ্ণ
নাটোরের সিংড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

আল আমিন, নাটোর প্রতিনিধি:- বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে সিংড়া গোল-ই-আফরোজ কলেজ মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর বিএনপি সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৩ (সিংড়া) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট শামীম হোসেন এর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, রামানন্দ খাজুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আফছারুজ্জামান, কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, ইটালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, পৌর বিএনপির সদস্য আতিকুর রহমান লিটন, মহিদুল ইসলাম, আলহাজ্ব রেজাউল করিম বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাৎ হোসেন মিন্টু প্রমুখ। দোয়া ও মিলাদ পরিচালনা করেন উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আসাদুজ্জামান আসাদ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]