
আল আমিন, নাটোর প্রতিনিধি :- রাজধানী ঢাকার মোহাম্মদপুরে ছুরিকাঘাতে নিহত মা লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজের জানাজা শেষে নাটোরে গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাদ জোহর নাটোর শহরের গাড়িখানা কবরস্থানে মা-মেয়ের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে নাটোর নবাব সিরাজ-উদ দৌলা সরকারি কলেজ মাঠে মা-মেয়ের জানাজা অনুষ্ঠিত হয়। এতে এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। আজ ভোরে নাটোর শহরের বড়গাছা এলাকায় পৌঁছায় মা-মেয়ের মরদেহ। মরদেহ বাড়িতে আসার খবর পেয়ে আত্মীয়-স্বজন ও এলাকার লোকজন দেখতে ভিড় জমায়। এ ঘটনায় পুরো পরিবারে শোকের ছায়া নেমে আসে। লায়লা আফরোজ (৪৮) একজন গৃহিণী ছিলেন। তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫) মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।তার স্বামী ঢাকার একটি স্কুলের শিক্ষক।



Discussion about this post