
আল আমনি,নাটোর প্রতিনিধি :- ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হজ্ব ব্যবস্থাপনাকে সহজীকরণ করার জন্য র্বতমান সরকার উদ্যোগ গ্রহণ করেছ।যেখানে কোন সিন্ডিকেট কাজ করতে পারবে না। মন্ত্রণালয়রে বিজ্ঞ কর্মকর্তাবৃন্দ সবাই স্বচ্ছতার সাথে কাজ করে যাচ্ছে। এখানে দুই নাম্বারী সিন্ডিকেট করে হাজীদেরকে জিম্মি করার প্রবণতা ছিল,বর্তমানে আমরা জিরো পয়েেন্ট নিয়ে এসেছি। আমি গত বছর ৮ কোটি ২৮ লক্ষ টাকা হাজিদের ফেরত দিয়িেছ এবং আশা করছি এই বছরও ফেরত দিতে পারব। আজ বুধবার (১০ ডিসেম্বর) সকালে নাটোরে জেলা মডেল মসজিদসহ চারটি মডেল মসজিদ উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, আমরা নিজেরাই বাড়ি ভাড়া করব। নিজেরা হজ্ব এজেন্সির সাথে যোগাযোগ করবো। হজ্ব ব্যাবস্থাকে আমরা সেবা এবং এবাদত হিসেবে নিয়েছি। এখানে যারা দুর্নীতি করবে আমাদের হাতে যদি ধরা পরে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করব। অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচনের আমেজ শুরু হয়েেছ আমরা আশাবাদী ফেব্রয়ারি মাসে অত্যন্ত উৎসব মুখোর পরিবেশে সুষ্ঠু অবাধ ও অন্তর্ভুক্তি মূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ আব্দুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, সিভিল সার্জন মুক্তাদির আরেফিন প্রমুখ।



Discussion about this post