
বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার প্রশাসনে এসেছে গুরুত্বপূর্ণ রদবদল। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করে আসা আশীষ কুমার বসুকে বদলি করা হয়েছে যশোর জেলার অভয়নগর উপজেলায়। অন্যদিকে আলমডাঙ্গায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন পেয়েছেন এ.এস.এম শাহেনেওয়াজ মেহেদি। তিনি এ পর্যন্ত বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। ৮ ডিসেম্বর খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের রাজস্ব শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলির আদেশ প্রদান করা হয়। আদেশে উল্লেখ করা হয়— তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। আলমডাঙ্গায় দায়িত্ব পালনকালে আশীষ কুমার বসু ভূমি সেবা ডিজিটালাইজেশন, ভূমি জালিয়াতি দমন, অবৈধ দখলমুক্তকরণ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সুনাম কুড়ান। সাধারণ মানুষের দাবি, তাঁর মানবিক সেবা, স্বচ্ছতা ও দ্রুতসেবা প্রদানের কার্যক্রম স্মরণীয় হয়ে থাকবে। এদিকে আসছেন নতুন সহকারী কমিশনার (ভূমি) এ.এস.এম শাহেনেওয়াজ মেহেদি। তিনি প্রশাসনে পরিচ্ছন্ন, কর্মঠ ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিত। ফকিরহাটে দায়িত্ব পালনকালে সেবা সহজীকরণ, ভূমি সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তি ও মাঠপর্যায়ে নজরদারি বাড়ানোর মাধ্যমে তিনি সুনাম অর্জন করেন। আলমডাঙ্গার জনগণ আশা করছে— নতুন এসিল্যান্ড এই উপজেলার দীর্ঘদিনের ভূমি সেবা উন্নয়নের ধারাকে আরও গতিশীল করবেন। প্রশাসনিক এই বদলি স্থানীয় সেবাব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে— এমনটাই মনে করছেন সচেতন মহল।



Discussion about this post