প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৫, ১:১০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১০, ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ণ
আলমডাঙ্গায় ৫০ বস্তা ডিএপি সার আটক

বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা)থেকে: আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নে সন্দেহজনকভাবে পরিবহনকৃত ৫০ বস্তা ডিএপি সার আটক করেছে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে সাতটার দিকে ভাংবাড়িয়া বাজার থেকে হাটবোয়ালিয়া–গাংনী সড়ক ধরে যাওয়ার সময় স’মিলের কাছে সারবোঝাই ট্রলি থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন স্থানীয়রা। বৈধ কাগজপত্র না থাকায় তারা সার জব্দ করে প্রশাসনকে বিষয়টি জানান।
এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ বলেন,কৃষকদের প্রাপ্য সার কোনোভাবেই পাচার হতে দেওয়া হবে না। স্থানীয়রা যে সার আটক করেছে, বিষয়টি আমরা খুব গুরুত্বসহকারে দেখছি। প্রয়োজনীয় তদন্তের পর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, আটককৃত সার কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রয় করা হবে। যাতে কেউ অতিরিক্ত দাম না নিতে পারে বা বাজার অস্থির না হয়—সেদিকে আমরা কঠোর নজরদারি রাখছি। স্থানীয় কৃষকদের দাবি, এলাকায় অনিয়ম ঠেকাতে প্রশাসনের এ ধরনের পদক্ষেপ নিয়মিত হওয়া প্রয়োজন। তারা আশা করছেন—তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন হবে এবং কৃষকদের প্রাপ্য সার নিশ্চিত করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]