
আল আমিন, নাটোর প্রতিনিধি:- নাটোর-৩ (সিংড়া) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন পেয়েছেন সংগঠনটির জেলা কমিটির সদস্য সচিব ও রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এসএম জার্জিস কাদির বাবু। আজ বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ১২৫ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর মধ্যে নাটোর-৩ আসনও রয়েছে। প্রফেসর এসএম জার্জিস কাদির বাবু সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের মৌগ্রাম গ্রামের মরহুম ডাক্তার ইসমাইল হোসেনের ছেলে।
এ বিষয়ে প্রফেসর এসএম জার্জিস কাদির বাবু বলেন, আমি বিসিএস ক্যাডার হয়ে চাকুরিতে যোগদানের পর থেকেই এই জনপদের জন্য কিছু করতে ইচ্ছুক। তার ফলশ্রুতিতে আমার রাজনীতিতে আসা। রাজনীতি ও সংসদে শিক্ষিত ব্যক্তি দরকার। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের একজন সম্মুখযোদ্ধা হিসেবে আজীবন এই জনপদ ও মানুষের সেবা করার লক্ষ্যে নাটোর-৩ (সিংড়া) আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করে সংসদে প্রতিনিধিত্ব করতে চাই।



Discussion about this post