বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- চুয়াডাঙ্গা জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম আজ বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) বেলা ১টায় আলমডাঙ্গা থানা পরিদর্শন করেন। দায়িত্ব গ্রহণের পর আলমডাঙ্গায় ছিল তার অন্যতম প্রথম সরেজমিন পরিদর্শন। সফরজুড়েই তিনি পুলিশের পেশাগত শৃঙ্খলা, ন্যায়নিষ্ঠ সেবা ও জনবান্ধব আচরণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানা প্রাঙ্গণে পৌঁছলে অফিসার ইনচার্জ মোঃ বানী ইসরাইলসহ থানার সকল পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্স সদস্যরা তাকে অভ্যর্থনা জানান। তিনি সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং থানার সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। পুলিশ সুপার মনিরুল ইসলাম থানার অফিস কক্ষ, রেকর্ড শাখা, হাজতখানা, ব্যারাক এবং মেস সরেজমিন ঘুরে দেখেন। তিনি ফোর্স সদস্যদের জন্য উন্নতমানের খাবার নিশ্চিত করা, ব্যারাক সর্বদা পরিচ্ছন্ন রাখা এবং দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখার নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি বলেন—“পুলিশ সদস্যদের কর্মপরিবেশ উন্নত হলে সেবার মান বাড়ে। জনগণের আস্থা অর্জন করতে হলে নিজের দায়িত্ববোধ ও নৈতিকতা সর্বোচ্চ হতে হবে।” পরিদর্শন শেষে পুলিশ সুপার আলমডাঙ্গা থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন এবং চলমান অপরাধ দমন কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন করেন। তিনি মাদকমুক্ত সমাজ গঠনে জোরালো অভিযান পরিচালনা, অপরাধ দমন ও জনগণের নিরাপত্তায় তৎপরতা বাড়ানোর নির্দেশ দেন। তার নির্দেশনায় গুরুত্ব পায়— জনবান্ধব পুলিশিং, মাদক ও অস্ত্রবিরোধী ধারাবাহিক অভিযান, অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ, যৌক্তিক ছুটি মঞ্জুরের মাধ্যমে ফোর্সের মনোবল বৃদ্ধি, নারী, শিশু ও বয়োবৃদ্ধসহ সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিতকরণ। পরিদর্শনকালে থানার সকল কর্মকর্তা, এসআই, এএসআই ও কনস্টেবলবৃন্দ উপস্থিত ছিলেন। পুলিশ সুপারের এ সফর স্থানীয় পুলিশ সদস্যদের মাঝে নবউদ্যম সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন থানার কর্মকর্তারা। এ পরিদর্শনকে স্থানীয়রা দেখছেন আইন-শৃঙ্খলা জোরদার ও জনসেবার পরিধি বৃদ্ধির এক ইতিবাচক পদক্ষেপ হিসেবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫