
মানসুরা আক্তার কাকলী স্টাফ রিপোর্টা : গাজীপুরের কাশিমপুরে আবারও বড় ধরনের সফলতা পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যৌথবাহিনীর বিশেষ অভিযানে কুখ্যাত ‘মাদক সম্রাজ্ঞী’ আঁখিসহ মোট ৮ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) ভোররাতে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সমন্বয়ে কাশিমপুরের লোহাকৈর এলাকায় এ অভিযান চালানো হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে লোহাকৈর এলাকায় আঁখির নেতৃত্বে একটি সংঘবদ্ধ মাদক চক্র সক্রিয় ছিল। এই চক্র এলাকায় বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তুলে বিভিন্ন স্থানে ইয়াবা, গাঁজা ও অন্যান্য মাদক সরবরাহ করে আসছিল। সম্প্রতি মাদক ব্যবসা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ দেখা দেয়। এরই প্রেক্ষিতে যৌথবাহিনী গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা হয় ৭ হাজার পিস ইয়াবা, ২কেজি গাঁজা,৮টি দেশীয় অস্ত্র, ১২টি স্মার্ট ফোন, মাদক বিক্রির নগত ১লাখ ৮৮ হাজার টাকা।
অভিযানে অংশগ্রহণকারী বাহিনীর সদস্যরা জানান, মাদক সম্রাজ্ঞী আঁখি দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে গ্রেপ্তার এড়াতে জায়গা পরিবর্তন করে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। তবে যৌথবাহিনীর পরিকল্পিত ও হঠাৎ অভিযানের কারণে এবার আর পালাতে পারেনি। গ্রেপ্তারের পর আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে বড় পরিমাণে মাদক সংগ্রহ করে কাশিমপুর ও আশপাশের এলাকায় সরবরাহ করতো। এছাড়া উদ্ধার হওয়া অস্ত্রগুলো স্থানীয় এলাকায় প্রভাব বিস্তার ও প্রতিপক্ষকে ভয়ভীতি দেখানোর কাজে ব্যবহৃত হতো।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র আইনসহ একাধিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি চক্রটির পেছনে থাকা আরও কারা জড়িত, সে বিষয়েও তদন্ত করা হচ্ছে। এদিকে স্থানীয়রা এ সফল অভিযানের জন্য যৌথবাহিনীকে অভিনন্দন জানিয়েছে এবং এলাকাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।



Discussion about this post