
বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে: চুয়াডাঙ্গার আলমডাঙ্গার আরেক গর্বিত মুখ আলোকিত করলেন কর্মজীবনের শীর্ষপদে। এলাকার কৃতি সন্তান আব্দুল্লাহ আল মামুন সোহেল সম্প্রতি টি.কে. গ্রুপের অধীনস্থ ২ নম্বর কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে পদোন্নতি পেয়েছেন। দীর্ঘ ১৩ বছরের নিষ্ঠা, পরিশ্রম ও নেতৃত্বগুণের স্বীকৃতি হিসেবে এ পদোন্নতিকে দেখছে তার সহকর্মী এবং সংশ্লিষ্ট মহল। পদোন্নতির ঘোষণার পর আবেগঘন প্রতিক্রিয়ায় সোহেল জানান—
“আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। গত ১৩ বছরের যাত্রা ছিল অসাধারণ। আমার পরামর্শদাতাদের দিকনির্দেশনা, সহকর্মীদের সহযোগিতা এবং নেতৃত্ব দলের দৃঢ় সমর্থন আমাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। নতুন দায়িত্ব আমাকে আরও অনুপ্রাণিত করছে। কোম্পানির ধারাবাহিক সাফল্য ও উন্নয়নে সর্বোচ্চ অবদান রাখতে চাই। ”করপোরেট বিশ্বের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠানের নেতৃত্বে উঠে আসা এই আলমডাঙ্গাবাসী তরুণ কর্মকর্তা তার সততা, নিবেদন এবং কৌশলগত দৃষ্টিভঙ্গির জন্য সুপরিচিত। প্রতিষ্ঠানটির ভেতর থেকেই ধাপে ধাপে অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে নিজেকে তৈরি করে নিয়েছেন তিনি।স্থানীয়দের মতে, আলমডাঙ্গার মাঠ-ঘাটে বেড়ে ওঠা এই তরুণের এ অর্জন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক আলোকবর্তিকা। তার অগ্রযাত্রা আলমডাঙ্গার নামও নতুন করে উজ্জ্বল করেছে।পদোন্নতির পর নতুন দায়িত্বে ব্যবসার সম্প্রসারণ, ব্যবস্থাপনা উন্নয়ন এবং অভ্যন্তরীণ কাঠামো শক্তিশালী করতে বেশ কিছু পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছেন তিনি। প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ উন্নয়নে তার নেতৃত্ব প্রতিষ্ঠানকে আরও সমৃদ্ধ করবে—এমনটাই আশা সংশ্লিষ্টদের।



Discussion about this post