
আল আমিন, নাটোর প্রতিনিধি :- বিএনপির কেন্দ্রীয় নেতা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, মুক্তিযোদ্ধারা হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান।বাংলা ভাষার মানুষকে পৃথিবীর সমস্ত মানুষ বিশ্বাস করে।আমি বিশ্বাস করি এই মুক্তিযোদ্ধারা যতদিন বাংলাদেশ থাকবে যতদিন এই বাংলা ভাষা থাকবে, ততদিন এই পৃথিবীতে বাংলাদেশের মানচিত্র থাকবে। আর যতদিন এই পৃথিবী থাকবে ততদিন স্বীকার করতে হবে এই মুক্তিযোদ্ধারাই হলো এদেশের শ্রেষ্ঠ সন্তান। তিনি বলেন, যারা এদেশকে স্বীকার করে না, যারা মুক্তিযোদ্ধাকে স্বীকার করে না, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা বাংলাদেশের রাজনীতি করার অধিকার এবং বাংলাদেশে থাকার কোন অধিকার রাখে না। কারণ এই মুক্তিযোদ্ধাদের জন্যই আজকে আমরা গর্ব করে বলি আমি বাংলাদেশী। যারা এই সঠিক ইতিহাস বিকৃতি করে মুক্তিযোদ্ধাকে রাজাকার, রাজাকারকে মুক্তিযোদ্ধা বানিয়েছে, আজকে সুযোগ এসেছে এদেরকে কাটগড়ায় দাঁড় করে বিচারের মুখোমুখি দাঁড় করানো। যারা মুক্তিযুদ্ধের সঠিক এই ইতিহাসকে বিকৃতি করে রাজাকারকে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাকে রাজাকার বানিয়ে যারা এই মুক্তিযোদ্ধাকে বিতর্ক বানিয়েছে বাংলাতেশের মাটিতে তাদের বিচার করতে হবে। তিনি আজ বুধবার বেলা ১১ টার দিকে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও সদর উপজেলার মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সাথে মতবিনিময় সভায় এই সব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ,যুগ্ম আহব্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব,সাবেক যুগ্ন আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাটোর জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান তালুকদার, সদস্য সচিব শেখ মোহাঃ ফরিদ সহ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা।



Discussion about this post