
নিজস্ব প্রতিবেদক:- গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারে বিআরটিএ’র চেক বিতরণ গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারে বিআরটিএ’র চেক বিতরণ গাজীপুর জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের অনুমোদিত চেক প্রদান করা হয়েছে। আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিআরটিএ সূত্র জানায়, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে পাঁচ লাখ টাকা এবং আহতদের তিন লাখ টাকা করে চেক প্রদান করা হয়েছে। এখন পর্যন্ত গাজীপুর জেলায় এক কোটি ৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে বলে জানান বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃপক্ষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন। প্রধান অতিথি ছিলেন- বিআরটিএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। আয়োজনটিতে আরও উপস্থিত ছিলেন- বিআরটিএ সহকারী পরিচালক এস. এম. মাহফুজুর রহমানসহ দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারবর্গ।



Discussion about this post